কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


যুক্তরাষ্ট্রপ্রবাসী কিশোরগঞ্জবাসীর চড়ুইভাতি সম্পন্ন

 স্টাফ রিপোর্টার | ২৪ জুলাই ২০১৮, মঙ্গলবার, ৭:৪৬ | প্রবাস 


যুক্তরাষ্ট্রে প্রবাসের অন্যতম সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইনক-এর বিশতম বার্ষিক চড়ুইভাতি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২২ শে জুলাই) লং আইল্যান্ডের হ্যাকশায়ার পার্কে এই চড়ুইভাতি অনুষ্ঠিত হয়।

প্রাকৃতিক মনোরম পরিবেশে চড়ুইভাতির শুভ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মো. আনোয়ার উদ্দীন।

দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে প্রায় তিন শতাধিক কিশোরগঞ্জবাসীর উপস্থিতিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন জনাব শহীদুল হাসান, মো. এনামুল হক, শামীম হায়দার, জাবির হোসেন তাকবীর, মহিবুর রশীদ সুজন, শামীম আকন্দ, আবদুল আউয়াল সিদ্দিকী, হেলাল উদ্দীন আহম্মদ, মো. রাজ্জাক, মো. হোসেন, সাইফুল ইসলাম, জুমী সারোয়ার, মীনা ইসলাম, ইভা আনোয়ার, মো. আলাউদ্দিন, হাবীব রহমান হারুন প্রমুখ। আটলান্টিক মহাসাগরের তীরে জ্যামাইকার সাগর রেস্টুরেন্টের সুস্বাদু খাবার পরিবেশন করেন তারক পণ্ডিত, দিপু জামিল, অধ্যক্ষ মোক্তার হোসেন, বিশ্ব শর্মা, আব্দুল আলীম, তপন বিশ্বাস, মীনা ইসলাম, হুমায়ুন কবীর, তানভীর মিঠু, আলাউদ্দিন, হাবীব কামাল ও খালেদা আক্তার কিরণ।

পড়ন্ত বিকেলে প্রায় শতাধিক পুরস্কার বিতরণ করেন সংগঠনের কর্মকর্তা ও চড়ুইভাতি উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. এনামুল হক ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম হায়দার শামীমের উপস্থাপনায় বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন আবদুল আওয়াল সিদ্দিকী, এ কে এম আশরাফুল হক, হাবিব রহমান হারুন, জাইদুল করিম খান সারোয়ার, হেলাল উদ্দীন আহমদ, অধ্যক্ষ মোক্তার হোসেন, মো. আব্দুর রাজ্জাক, তারক পণ্ডিত, শহীদুল হাসান, মো. আনোয়ার উদ্দীন, জয়ন্ত শর্মা বিশ্ব, হুমায়ুন কবীর, মো. ইমরুল হাসান, মীনা ইসলাম, আলী আহসান আকন্দ শামীম, জাবির হোসেন তাকবীর, মুহিবুর রশীদ সুজন, মো. আলাউদ্দীন, বদরুল ইসলাম, মো. আব্দুল আলীম, ফয়সাল কবীর, জাহাঙ্গীর জামিল দীপু, তানভীর রায়হান মিঠু, খালোদা আক্তার কিরণ, তপন বিশ্বাস, মো. নজরুল ইসলাম, রাফিউল করিম খান সাজ্জাদ, মো. আছির উদ্দীন , হাবিবুর রহমান কামাল ও মো. সাইফুল ইসলাম।

শুভেচ্ছা জ্ঞাপন করেন এবারের চড়ুইভাতির গ্র্যান্ড স্পন্সর বোম্বে ভিডিও-এর বাহালুল সৈয়দ উজ্জ্বল এবং বাংলাদেশ সোসাইটির রব-রুহুল পরিষদের কর্মকর্তাবৃন্দ।

দিনব্যাপী বার্ষিক বিশতম চড়ুইভাতিতে র‌্যাফেল ড্রসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তরা হলেন, সাইদুর রহমান, দেবাশীষ সাহা, ইমরুল হাসান, ইফরান মাসুদ, শাহাদ খান, লামীম ইফরান, তানজীম, মঈনউদ্দন রিহান, সাদিকুর রহমান, শরীফ উদ্দীন, সাহাবী, লিজা হারুন, শান্তা সাজ্জাদ, সাথী কামাল, আসমা টিটু, আলা উদ্দিন, মোজাম্মেল হোসাইন, শামীম, আয়শা, সাদিহা, সামিহা, আরিয়া আক্তার, লাজিয়া হক, তৃষ্ণা, ইরা খান তানিসা, রিয়া, আছিয়া, রূপকথা, আসিয়া, সাজিয়া হাসান, মিসেস সুজন ঊর্মি, তাসলিমা ওযাসিমা, সাদিয়া সুলতানা ও তাহমিনা।

২০১৮ বার্ষিক চড়ুইভাতির আহ্বায়ক মো. শহীদুল হাসান, সদস্য সচিব মো. আলী আহসান আকন্দ শামীম এবং সংগঠনের সভাপতি মো. আনোয়ার উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. এনামুল হক সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে চড়ুইভাতির সমাপ্তি ঘোষণা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর