কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জাতীয় নৃত্য প্রতিযোগিতায় কিশোরগঞ্জের দল বিজয়ী

 স্টাফ রিপোর্টার | ৩০ জুলাই ২০১৮, সোমবার, ১:০৫ | বিনোদন 


রাজধানী ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পঞ্চম জাতীয় বয়স ও বিষয় ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৬ থেকে ২৮ জুলাই অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার প্রতিযোগীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় পাঁচটি দলকে বিজয়ী ঘোষণা করে সনদ প্রদান করা হয়। এর মধ্যে কিশোরগঞ্জের শিল্পীরা দলীয় লোকনৃত্যে বিজয়ী হয়েছে।

রোববার (২৯ জুলাই) সন্ধ্যায় শিল্পকলার মহাপরিচালক লিয়াকত আলী লাকির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সভাপতি মিনু হক, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ।

শেষে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর