কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


প্রধানমন্ত্রী ও জয়ের ছবি বিকৃত করায় করিমগঞ্জে ছাত্রদল নেতা আটক

 স্টাফ রিপোর্টার | ৩১ জুলাই ২০১৮, মঙ্গলবার, ৯:০৪ | করিমগঞ্জ  


ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের বিকৃত ছবি পোস্ট করায় আইসিটি আইনের মামলায় করিমগঞ্জে জহিরুল ইসলাম সুমন (১৬) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ জুলাই) রাতে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া জহিরুল ইসলাম সুমন জাটিয়াপাড়া গ্রামের এরশাদ উদ্দিনের ছেলে। সে গুজাদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সম্পাদক এবং স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

করিমগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান জানান, জহিরুল ইসলাম সুমন গত ১০ই জুন তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের বিকৃত ছবি পোস্ট করে। এ ঘটনায় গুজাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বশির উদ্দিন বাদী হয়ে সোমবার রাতে করিমগঞ্জ থানায় আইসিটি আইনের ৫৭(২) ধারায় মামলা করেন।

মামলা দায়েরের পর রাতেই সুমনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতে সোপর্দ করলে সুমনকে আদালত কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন বলেও ওসি মুজিবুর রহমান জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর