কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় খানা তথ্যভাণ্ডার শুমারির অবহিতকরণ সভা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৮ জানুয়ারি ২০১৮, সোমবার, ২:২৩ | পাকুন্দিয়া  


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পের উদ্যোগে দেশের সকল খানা’র আর্থ সামাজিক ও জনমিতিক তথ্য সংগ্রহ করে জাতীয় তথ্য ভাণ্ডার তৈরি করার লক্ষ্যে পাকুন্দিয়ায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন সভাকক্ষে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান, মহিলা ভাইসচেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা গৌর গোবিন্দ দাশ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসাইন প্রমুখ অংশ নেন।

এ সময় উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আগামি ১৪ই জানুয়ারি থেকে সারা দেশে এক সাথে খানা তথ্যভাণ্ডার শুমারি শুরু হয়ে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর