কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জাপানে মার্শাল আর্টের একমাত্র বিদেশী প্রশিক্ষক পাকুন্দিয়ার নূরুল এলাহী

 স্টাফ রিপোর্টার | ৪ আগস্ট ২০১৮, শনিবার, ৯:১৭ | পাকুন্দিয়া  


জাপানে মার্শাল আর্টের একমাত্র বিদেশী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন পাকুন্দিয়ার কৃতি সন্তান মো. নূরুল এলাহী। উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামাপুটিয়া গ্রামের বাসিন্দা মো. নূরুল এলাহী জাপানের হানশি ৯ম ডান ব্ল্যাক বেল্ট অধিকারী। বর্তমানে তিনি ওয়ার্ল্ড শিতো-রিও কারাতে ডু সেশানকি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, দুই যুগ আগে মো. নূরুল এলাহী পড়াশোনার উদ্দেশ্যে জাপানে যান। জাপানের নিগাতা এলাকার মিসাকো নামের এক নারীর সাথে পরিণয়ের সূত্র ধরে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে জাপানের নাগরিকত্ব গ্রহণ করেন।

নূরুল এলাহী একমাত্র বিদেশী হিসেবে জাপানে মার্শাল আর্টের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রী মিসাকোও মার্শাল আর্টে পারদর্শী।

স্ত্রী মিসাকো এলাহীর অনুপ্রেরণায় এবং নিজ জন্মভূমির জন্য কিছু করার উদ্দেশ্যে নামাপুটিয়া গ্রামের নিভৃত পল্লীতে মো. নূরুল এলাহী ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন ফাতেমা সালাম মিসাকো এলাহী আইডিয়াল স্কুল।

সম্প্রতি সস্ত্রীক মো. নূরুল এলাহী দেশে ফিরে শনিবার (৪ আগস্ট) নিজের প্রতিষ্ঠিত ফাতেমা সালাম মিসাকো এলাহী আইডিয়াল স্কুলটি পরিদর্শন করেছেন। এসময় তারা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাপানি চকলেট উপহার দিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মো. নূরুল এলাহী দম্পতির অর্থায়নে স্কুলটি পরিচালিত হয়ে আসছে। প্রধান শিক্ষকসহ ৯জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী রয়েছেন স্কুলটিতে। এই স্কুলে ৫ম শ্রেণি পর্যন্ত গরিব, মেধাবী ও এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান করানোর ব্যবস্থা রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জাপানি ভাষাও শিক্ষা দেয়া হয়।

প্রতিমাসে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জাপানি শিক্ষার্থীদের সাথে তারা জাপানি ভাষায় কুশলাদি বিনিময় করে। স্কুলের সকল শিক্ষার্থীর প্রতি মাসে বিনামূল্যে চিকিৎসা দেয়ার ব্যবস্থাও রয়েছে।

স্কুলটি প্রতিষ্ঠার পর কয়েকবার মো. নূরুল এলাহী দম্পতি বিদ্যালয়টি পরিদর্শনে এসেছেন। যতবার এসেছেন ততবারই তারা মুগ্ধ হয়েছেন বলে ওই দম্পতি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর