কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কানাডার শীর্ষ মেধাবীর তালিকায় কিশোরগঞ্জের মেয়ে নাহিয়ান

 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ১১ আগস্ট ২০১৮, শনিবার, ৮:৪৭ | প্রবাস 


কানাডার টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড (টিডিএসবি) এর শীর্ষ মেধাবীর তালিকায় স্থান করে নিয়েছেন কিশোরগঞ্জের মেয়ে মির্জা নাহিয়ান। সিডার ব্রে কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মির্জা নাহিয়ান গড়ে ৯৯.৩ শতাংশ নম্বর পেয়ে সর্বোচ্চ নম্বরধারী সাত জনের মধ্যে চতুর্থস্থান দখল করেছেন। স্কারবোরোস্থ সিডার ব্রে কলেজিয়েট স্কুল থেকে এ বছর গ্রেড টুয়েলভ শেষ করেছেন তিনি।

গত ১৯ জুলাই টিডিএসবি ২০১৭-১৮ সালের শীর্ষ মেধাবীদের এই তালিকা প্রকাশ করে।

মির্জা নাহিয়ান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুমদি গ্রামের প্রকৌশলী মির্জা মোহাম্মদ মোফাখারুল হোসেন সোহাগের মেয়ে। নাহিয়ানের মা নাসরীন সুলতানা একজন স্কুলশিক্ষিকা।

প্রকৌশলী মির্জা মোহাম্মদ মোফাখখারুল হোসেন সোহাগ ও নাসরিন সুলতানা দম্পতির দুই সন্তানের মধ্যে নাহিয়ান কনিষ্ঠ। নাহিয়ানের ভাই মির্জা রিজওয়ান হোসেনও একজন মেধাবী ছাত্র। তিনি টরন্টোর রায়ারসন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

শীর্ষ মেধাবী মির্জা নাহিয়ান কৃতিত্বের স্বীকৃতি হিসেবে কানাডার সেরা শিক্ষা প্রতিষ্ঠান টরন্টো বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশল বিষয়ে স্নাতক শ্রেণীতে অধ্যয়ন করার সুযোগ পেয়েছেন। ইতোমধ্যে টরন্টো বিশ্ববিদ্যালয় তাকে ১০ হাজার ডলারের 'ডিন'স এওয়ার্ড' প্রদানের ঘোষণা করেছে।

এছাড়াও মির্জা নাহিয়ান কানাডার সম্মানজনক 'শুলিচ লীডার স্কলারশীপ'-এর বাছাই পর্বে মনোনয়ন পেয়েছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর স্নাতক যন্ত্র প্রকৌশলী মীর্জা মোহাম্মদ মোফাখখারুল হোসেন সোহাগ ২০০৫ সালে ৩১শে জানুয়ারি নিজের চাকরির সুবাদে সপরিবারে কানাডায় যান।

মির্জা নাহিয়ান ছোটবেলা থেকেই অধ্যবসায়ী, মনোযোগী ও তীক্ষ্ম বুদ্ধিসম্পন্ন। কানাডায় ভর্তির পর সিডার ব্রে কলেজিয়েট স্কুলের প্রতিটি পরীক্ষায় নাহিয়ান সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হতেন। এরই ধারবাহিকতায় গ্রেড টুয়েলভ পরীক্ষায় শীর্ষ মেধাবীদের তালিকায় তিনি স্থান করে নেন।

তার এ অভাবনীয় সাফল্যে গর্বিত বাংলাদেশী হিসেবে সকলের নিকট দোয়া চেয়েছেন তার বাবা-মা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর