কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাল্স অক্সিমিটার দিলেন জেলা প্রশাসক

 স্টাফ রিপোর্টার | ১২ আগস্ট ২০১৮, রবিবার, ৭:১৭ | স্বাস্থ্য 


কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের রোগীদের জন্য পাল্স অক্সিমিটার (Pulse Oximetry) মেশিন দিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। জেলা প্রশাসকের ব্যক্তিগত উদ্যোগে দেয়া এই পাল্স অক্সিমিটার মেশিনটি রোববার (১২ আগস্ট) বিকালে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুলতানা রাজিয়ার হাতে তুলে দেন।

জেলা প্রশাসকের কক্ষে মেশিনটি হস্তান্তরের সময় সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, হাসপাতালের সহকারী পরিচালক ডা. রমজান মাহমুদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুছাইনসহ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাল্স অক্সিমিটার মেশিনটি রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই মেশিনটি কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে সংশ্লিষ্ট রোগী সেবার মান বাড়াতে সহায়তা করবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর