কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে বঙ্গবন্ধু পরিষদের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

 স্টাফ রিপোর্টার | ১২ আগস্ট ২০১৮, রবিবার, ৯:১৭ | তাড়াইল  


স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে তাড়াইলে বঙ্গবন্ধু পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে রোববার (১২ আগস্ট) দুপুরে আহার ফুড এন্ড ড্রিংকস এ এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম।

উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ফখরুল ইসলাম ভূঞা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. আবদুল জলিল ভূঞা, দুলাল চন্দ্র সরকার, কার্যকরি পরিষদের সম্মানিত সদস্য কামাল রেজা আবদুল্লাহ, মো. মতিউর রহমান ভূঞা মেনু মেম্বার, মো. আবু মোস্তাক ভূঞা, মো. আবদুর রাজ্জাক, শ্যামদাস সরকার, মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, রাউতি ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষেেদর সভাপতি মো. আবদুল হাই, সাধারণ সম্পাদক মো. মোস্তাক খান, দামিহা ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো.আব্বাছ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা প্রশাসনের কর্মসূচি অনুসরণ করে ১৫ আগস্ট প্রত্যুষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ৯টায় শোকযাত্রাসহ বাদ জোহর ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রির সকল শহীদদের জন্য দোয়া মাহফিলের কর্মসূচি হাতে নেওয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর