কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে বাসে তল্লাসি চালিয়ে অস্ত্র ও গুলিসহ তরুণ আটক

 ভৈরব সংবাদদাতা | ১৩ আগস্ট ২০১৮, সোমবার, ১:১০ | ভৈরব 


ভৈরবে যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে দুই রাউন্ড গুলি ও একটি পাইপগানসহ নাহিদুল ইসলাম বাবু (২০) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। রোববার (১২ আগস্ট) ভোর চারটার দিকে ঢাকা সিলেট মহাসড়কে ভৈরব নাটাল মোড় সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হওয়া নাহিদুল ইসলাম বাবু বাগেরহাট জেলার চিতলমারী থানার চরপাড়া আওরাবনি গ্রামের কেরামত খানের ছেলে।

পুলিশ সুত্র জানায়, সিলেটের বিয়ানীবাজার থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকা যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি ভৈরব নাটাল মোড় সংলগ্ন এলাকায় পৌঁছুলে পুলিশ বাসটি থামিয়ে অভিযান চালায়। এ সময় একটি ব্যাগ ও বালিশ বহন করা বাসযাত্রী নাহিদুল ইসলাম বাবুকে তল্লাসি করে তার কাছে দেশে তৈরি একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে পরিচালিত অভিযানে নাহিদুল ইসলাম বাবুকে একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে চালান দেয়া হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর