কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে ওয়াজ মাহফিলে চরমোনাই পীর

 স্টাফ রিপোর্টার | ২৫ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ১২:৫৫ | তাড়াইল  


তাড়াইলের একটি ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন পীর সাহেব চরমোনাই হযরত মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম (রহঃ)। বুধবার তাড়াইল মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে এই ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় শুরু হওয়া এই ওয়াজ মাহফিলে অনান্য ওলামায়ে কেরামের বয়ানের পর বাদ জোহর স্টেজে উঠেন পীর সাহেব চরমোনাই। আবেগ গলিত কন্ঠে কোরআন হাদিস থেকে তিনি বয়ান শুরু করেন।

তিনি বলেন, কোন পীর বা দলের নেতার ক্ষমতা নেই কাউকে কবরের নাজাতের গ্যারান্টি দিবে। বরং নিজের আমল নিজে করতে হবে। নবী করীম (সা:) নিজের মেয়ে ফাতেমাকেও এমন গ্যারান্টি দেননি। সুতরাং কবরে যাওয়ার প্রস্তুতি নিয়ে মরতে হবে।

এই ওয়াজ মাহফিল উপলক্ষে তাড়াইল মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পাশের বিভিন্ন উপজেলা থেকেও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ ওয়াজ মাহফিলে অংশ নেন।

আসরের নামাজের আগে মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর