কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়া কলেজকে সরকারি করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি

 স্টাফ রিপোর্টার | ১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৩:২৪ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়া কলেজকে সরকারি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি করেছে কলেজ কর্তৃপক্ষ। সোমবার (১৩ আগস্ট) সকালে কলেজ গভর্নিং বডি, শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন।

র‌্যালিটি পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মনসুর, সহকারী অধ্যাপক সাদেক আকন্দ, প্রভাষক চিত্ত রঞ্জন বর্মণ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

অধ্যক্ষ মো. কফিল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, কলেজটি সরকারি হওয়ায় আমরা আনন্দিত। এর মধ্য দিয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকবৃন্দ আরও বেশি আন্তরিক হয়ে কাজ করবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর