কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদী কলেজ সরকারি করায় আনন্দ মিছিল

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৭:০৫ | কটিয়াদী 


রোববার (১২ আগস্ট) সারা দেশের ২৭১টি কলেজের সাথে কটিয়াদী কলেজ সরকারি হওয়ার পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারির আনন্দে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবক আনন্দ মিছিল করেছেন। সোমবার (১৩ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিলটি বের করা হয়।

আনন্দ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্র-শিক্ষক-অভিভাবক আনন্দ উল্লাসে মেতে উঠেন এবং মিষ্টি বিতরণ করেন।

কলেজ ছাত্রী মাহিনুর সুহানা বলেন, কলেজটি সরকারি হওয়ায় আমরা খুবই আনন্দিত।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সবিতা রানী দেবী বলেন, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। কলেজটি সরকারি হওয়ায় এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষার পথ আরও সুগম এবং মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য আমি এবং আমার কলেজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা, আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করছি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর