কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে হাসপাতাল এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ

 স্টাফ রিপোর্টার | ১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৫:৪২ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে করেছে করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মূল প্রবেশপথের দুই পাশে, নরসুন্দাপাড়ের প্রবেশপথের পাশে এবং হাসপাতাল এলাকায় রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ছাপড়াঘরসহ অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়।

অবৈধ এসব দোকানপাটের কারণে হাসপাতাল এলাকায় জনসাধারণের হাঁটার রাস্তাটুকুও যেন নেই। ফলে হাসপাতাল এলাকায় দুঃসহ যানজট লেগেই আছে। এ পরিস্থিতিতে হাসপাতালে যেতে জরুরী রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্সসহ অন্যান্য রোগীবাহী যানবাহনকে বিড়ম্বনায় পড়তে হয়। এতে করে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছিল।

মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ হাসপাতাল এলাকার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর