কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মধ্যপাকুন্দিয়ার ৭৬টি পরিবার পেল নতুন বিদ্যুৎ সংযোগ

 স্টাফ রিপোর্টার | ২০ আগস্ট ২০১৮, সোমবার, ৭:০১ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়া পৌরসদরের মধ্যপাকুন্দিয়া এলাকায় পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ আগস্ট) বিকালে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুতের সুইচ টিপে এসব নতুন সংযোগের উদ্বোধন করেন।

এর মধ্য দিয়ে ঈদের দুইদিন আগে এ এলাকার ৭৬টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়েছে।

এ উপলক্ষ্যে মধ্যপাকুন্দিয়া অবসরপ্রাপ্ত সার্জেন্ট হেলাল উদ্দিন এর বাড়ি প্রাঙ্গণে মো. শামছ উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. আক্তারুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের এজিএম মো. শহিদুল্লাহ, জেলা যুবলীগ নেতা সাবেক ভিপি ফরিদ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রেনু, উপজেলা সেনাকল্যাণ সোসাইটির কোষাধ্যক্ষ সার্জেন্ট (অব.) হেলাল উদ্দিন, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন পাকুন্দিয়া দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক এজিএস সাইফুল ইসলাম হিরু।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর