kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

কটিয়াদীতে ‘আশ্রয়’ এর কম্বল বিতরণ কটিয়াদী প্রতিনিধি | ২৫ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ১১:২৯ | কটিয়াদী 


কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের সামাজিক সংগঠন ‘আশ্রয়’ এর উদ্যোগে দ্বিতীয় ধাপের শীতবস্ত্র ‘কম্বল’ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে ইউনিয়নের মধ্যপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়।

এ সময় আচমিতা ইউনিয়নের তিনটি ওয়ার্ড ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মোট ৬০জন দুস্থ, অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয়া করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একেএম গোলাম মোর্শেদ খান ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মঈনুর রহমান মনির বক্তব্য রাখেন।

বিআরডিবি’র চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আশ্রয় এর সদস্যগণ উপস্থিত ছিলেন।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ