কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে গণতন্ত্রী পার্টির নতুন কমিটি

 স্টাফ রিপোর্টার | ২৭ আগস্ট ২০১৮, সোমবার, ১২:৪১ | রাজনীতি 


গণতন্ত্রী পার্টির হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে ডা. মো. ফজলুর রহমান মড়ল সভাপতি এবং মো. তানভীর আহাম্মদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে রোববার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

মো. খুর্শিদুজ্জামান মানিকের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে গণতন্ত্রী পার্টির কিশোরগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান মিল্কী আরজু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল বক্তৃতা করেন।

এতে জেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন সুধা, কিশোরগঞ্জ সদর উপজেলা সভাপতি ডা. স্বপন ভৌমিক, কিশোরগঞ্জ শহর কমিটি সভাপতি এনামুল হক চৌধুরী, জেলা কমিটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট অনুপম দেবনাথ, সদস্য মহিতোষ দাস, জাতীয় যুব ঐক্য কিশোরগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক পল্লব দাস গুপ্ত প্রমুখসহ দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মী সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে ১৪ দলের শরিক গণতন্ত্রী পার্টির সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনকে ১৪ দলের মনোনয়ন দেয়ার দাবির বিষয়টি পুনরুচ্চারিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর