কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অতিরিক্ত বাস ভাড়া আদায় করায় কটিয়াদীতে দুই পরিবহনকে জরিমানা

 স্টাফ রিপোর্টার | ২৯ আগস্ট ২০১৮, বুধবার, ৫:৪৭ | কটিয়াদী 


সাধারণ বাসযাত্রীদের কাছ থেকে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় কটিয়াদীতে দুই বাস পরিবহনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একেএম গোলাম মোর্শেদ খান এই জরিমানা করেন।

এর মধ্যে জলসিড়ি পরিবহনকে ৫০ হাজার টাকা এবং অনন্যা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) একেএম গোলাম মোর্শেদ খান জানান, কটিয়াদী উপজেলার বাস কাউন্টারগুলো সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে, এ অভিযোগ কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিলো। বুধবার উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কেয়ার নির্দেশনা অনুযায়ী কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

সাধারণ যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে জলসিড়ি পরিবহনকে ৫০ হাজার টাকা এবং অনন্যা পরিবহনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর