কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ১২০ ফুট দীর্ঘ নৌকা ‘গাংচিল’ উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ৩০ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৫:১৯ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় ১২০ ফুট দীর্ঘ নৌকা ‘গাংচিল’ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল চরকাওনা মধ্যপাড়া বেলতলী গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৈঠা বেয়ে এ বিশালাকার নৌকার উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক মো. রফিকুল ইসলাম রেনু।

এ উপলক্ষে নৌকার প্রতিষ্ঠাতা আবদুল বারিক এর বাড়ি প্রাঙ্গণে জাঙ্গালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবদুছ ছাত্তারের সভাপতিত্বে এলাকাবাসীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চরকাওনা কারিগরী স্কুল এন্ড কলেজ এর শিক্ষক শফিকুল ইসলাম এর সঞ্চালনায় এতে রফিকুল ইসলাম রেনু ছাড়াও বক্তব্য রাখেন, চরফরাদী ইউপি চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট জাফর আহমেদ সুমন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন প্রমুখ।

এসময় পাকুন্দিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান, শ্রমিকলীগ নেতা হারুন অর রশীদ ও সুখিয়া ইউপি সদস্য এরশাদ উদ্দিন ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১২০ ফুট লম্বা এ নৌকাটি বৃহস্পতিবারই ব্রহ্মপুত্র নদে নামানো হয়েছে। দীর্ঘদিন কয়েজন শ্রমিক মিলে একটানা কাজ করে নৌকাটি তৈরি করেছেন। এতে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। বিশালাকার এ নৌকা দেশের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর