কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে ফেন্সিডিল-গাঁজার চালানসহ ট্রেনের গার্ড আটক

 স্টাফ রিপোর্টার | ৩১ আগস্ট ২০১৮, শুক্রবার, ৭:০১ | ভৈরব 


ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল ও গাঁজার চালানসহ নিয়াজ মাহমুদ নামে ট্রেনের এক পরিচালক (গার্ড) আটক হয়েছে। শুক্রবার (৩১ আগস্ট) সকালে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেস ট্রেনটির ভৈরব স্টেশনে যাত্রাবিরতির সময় র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অভিযানে ট্রেনের লাগেজভ্যান থেকে ১১ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক চন্দন দেবনাথ জানান, সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার (৩১ আগস্ট) সকাল ৮টার দিকে ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি টিম ট্রেনটির পরিচালকের (গার্ডের) নিয়ন্ত্রণে থাকা লাগেজভ্যানের তালা খুলে তল্লাসি চালায়। তল্লাসি চলাকালে বুকিং ছাড়া লেপে মোড়ানো বস্তাবন্দী অবস্থায় ১১ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

পরে তাকে আটক করে ভৈরব র‌্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে টাকার বিনিময়ে মাদকদ্রব্য চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন ট্রেন পরিচালক (গার্ড) নিয়াজ মাহমুদ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর