কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আলম গ্রুপের চেয়ারম্যান ছিদ্দিক মিয়ার জানাজায় শোকার্ত মানুষের ঢল

 মুহাম্মদ শাহ আলম, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর | ২৬ জানুয়ারি ২০১৮, শুক্রবার, ৮:১০ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম সিআইপি’র পিতা আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ ছিদ্দিক মিয়া (৮৫) এর নামাজে জানাজা শুক্রবার বিকালে কুলিয়ারচর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে। নামাজে জানাজা শেষে নিজবাড়ি পৌরসদরের বেতিয়ারকান্দি এলাকার পারিবারিক পারিবারিক কবরস্তানে লাশ দাফন করা হয়।

নামাজে জানাজায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, নিজাম উদ্দিন খাঁন নয়ন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা বিএনপি’র উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল কুদ্দুছ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাত, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র  ইমতিয়াজ বিন মুছা জিসান, সাবেক সভাপতি আবুল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহম্মেদ, যুগ্মসাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর, ভৈরব উপজেলা বিএনপি’র সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল হক, ভৈরব পৌর বিএনপি’র সভাপতি হাজী মো. শাহীন, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, পৌর বিএনপি’র সভাপতি হাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শাহ আলম, নিকলী উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামন মনির, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদুল আলম জাহাঙ্গীর, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ঠাকুর স্বপন, কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম ক্বারী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, অ্যাডভোকেট মনসুর আলম, অ্যাডভোকেট শেখ ফারুক আহম্মেদ, অ্যাডভোকেট আসাদ রেজা, অ্যাডভোকেট সায়েম মজুমদার, অ্যাডভোকেট সালেহীন, অ্যাডভোকেট ফয়জুল করিম মবিন, অ্যাডভোকেট জুনায়েদ কাইসার বাপ্পী, জেলা যুবদলের যুগ্মআহব্বায়ক খসরুজ্জামান শরীফসহ স্থানীয় ও বিভিন্ন উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও এলাকার সকল শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বৃহস্পতিবার সকালে মরহুম আলহাজ্ব মো. ছিদ্দিক মিয়া অসুস্থ হলে তাঁকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আলহাজ্ব মো. ছিদ্দিক মিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি  সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন নেতাকর্মীদের নিয়ে  মরহুমের লাশ দেখতে ও পরিবারকে সমবেদনা জানাতে ইউনাইটেড হাসপাতালে ছুটে যান।

আলহাজ্ব মো. ছিদ্দিক মিয়া কুলিয়ারচর উপজেলার বড়ছয়সূতী গ্রামের জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, জামিয়া ছিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদরাসা সহ অসংখ্য মসজিদ-মাদরাসার  প্রতিষ্ঠাতা ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর