কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুর কলেজ সরকারি হওয়ায় আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা

 বাজিতপুর প্রতিনিধি | ৫ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:৫০ | বাজিতপুর 


বাজিতপুর পৌর শহরের একমাত্র অনার্স কলেজ বাজিতপুর কলেজ সরকারি হওয়ায় আনন্দ শোভাযাত্রা, মিষ্টি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

আনন্দ শোভাযাত্রায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন, ভারপ্রাপ্ত অধক্ষ আ.কা.ম গোলাম মস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছারওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহাম্মেদ প্রমুখ নেতৃত্ব দেন।

বিশাল আনন্দ শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পথচারীসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৬৪সনে এই কলেজ প্রতিষ্ঠিত হলেও কোন সরকার কলেজটি সরকারিকরণ করেনি। বর্তমান সরকার বাজিতপুরসহ দেশের সমস্ত প্রাচীনতম কলেজগুলোকে সরকারিকরণের আওতায় নিয়ে এসেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর