কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মাদক অপরাধীর দুই বছরের কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ৭ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ২:৪৯ | অপরাধ 


কিশোরগঞ্জে মো. আলমগীর হোসেন (৩৫) নামের এক মাদক অপরাধীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত মাদক অপরাধী মো. আলমগীর হোসেন কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার এলাকার পিটিআই দক্ষিণ গলির মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটের এমকে সুপার পরিবহনের সুপারভাইজার।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে ২০পিস ইয়াবা এবং ৪টি এভিল, ৪টি পেথিড্রিন ও ৪টি সিডিল এই মোট ১২টি নেশাজাতীয় ইনজেকশনসহ মো. আলমগীর হোসেন আটক হয়।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ জানান, ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ আটক হওয়া মাদক অপরাধী মো. আলমগীর হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর