কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে প্রেস ব্রিফিং

 স্টাফ রিপোর্টার | ৭ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ১১:৫৩ | পাকুন্দিয়া  


‘প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, ভিশন-২০২১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র দূরীকরণে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা’ বিষয়ে জনগণকে অবহিত করা  এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে তথ্য অফিসের উদ্যোগে পাকুন্দিয়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে এতে আলোচনা করেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার শামসুল হক।

এসময় জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার সাইফুল আলম, পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আহাব, প্রেসক্লাবের সভাপতি এমএ রশীদ ভূঁইয়া, পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মুঞ্জুসহ স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

শনিবার (৮ সেপ্টেম্বর) পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর