কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

 ভৈরব প্রতিনিধি | ২৭ জানুয়ারি ২০১৮, শনিবার, ২:৩০ | শিক্ষা  


ভৈরবের ৯১টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে শনিবার স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্ব-স্ব বিদ্যালয়ের আয়োজনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা এই নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।

জাতীয় সংসদ নির্বাচনের আদলে নির্বাচনে নির্বাচন কমিশন, পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার, পুলিশ, র‌্যাব, আনসার এবং ভোট দেয়ার জন্য ব্যালট বাক্স ও বুথ গঠন করা হয়। সুষ্ঠু নির্বাচনে ভোটারেরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষার জন্য যৌথ বাহিনী গঠন করা হয়।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ক্ষুদে ভোটারেরা নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়।

২০১৩ সাল থেকে ক্ষুদে শিক্ষার্থীদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামিম আহমেদ জানান, ক্ষুদে শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচন এবং তাদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধিকার ও কর্তব্যবোধ সম্পর্কে সম্যক ধারণা ও ব্যবহারিক প্রয়োগ শেখানোই এই নির্বাচনের মূল উদ্দেশ্য।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর