কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবের শীর্ষ মাদক ব্যবসায়ী মাঈনুদ্দীন র‌্যাবের হাতে গ্রেপ্তার

 ভৈরব প্রতিনিধি | ২৭ জানুয়ারি ২০১৮, শনিবার, ৫:৪৯ | ভৈরব 


ভৈরবের শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মাঈনুদ্দীন (৫২) কে ২৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শনিবার ভৈরবের জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী মো. মাঈনুদ্দীন জগন্নাথপুর এলাকার মৃত রমিজ উদ্দীনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল শনিবার বিকালে ভৈরবের জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো. মাঈনুদ্দীনকে আটক করেন। এ সময় মাঈনুদ্দীনের দেহ তল্লাসি করে ২৩০পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯২ হাজার টাকা। ধৃত আসামির বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারা মোতাবেক ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব আরো জানায়, মাদক ব্যবসায়ী মো. মাঈনুদ্দীন মাদক পাচারকারী দলের সক্রিয় সদস্য এবং সে দেশের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা মাদক বিক্রি করে থাকে। তার বিরুদ্ধে ভৈরব থানায় ৩টি মাদক মামলা রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর