কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ইউনিয়ন ছাত্রলীগের সকল ওয়ার্ড কমিটি হস্তান্তর

 স্টাফ রিপোর্টার | ১৬ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৪:২০ | রাজনীতি 


পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নয়টি ওয়ার্ডের পূূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাটুয়াভাঙ্গায় এমপির বাসভবন ‘শিকড়’ এ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নয়টি ওয়ার্ডের নবনির্বাচিত নেতৃবৃন্দ স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এর হাত থেকে স্ব স্ব ওয়ার্ড কমিটি গ্রহণ করেন।

এ উপলক্ষ্যে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ডিএম শরীফুল হাসান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, নারান্দী ইউপি চেয়ারম্যান সাবেক ভিপি শফিকুল ইসলাম, জেলা যুবলীগ নেতা সাবেক ভিপি ফরিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বয়ায়ক এখলাছ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

আলোচনা সভা শেষে ১নং ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম তানভীর, সম্পাদক রাফিউল ইসলাম ভূঁইয়া, ২নং ওয়ার্ডের সভাপতি নাদিম আহাম্মেদ, সম্পাদক আনাছ মিয়া, ৩নং ওয়ার্ডের সভাপতি খায়রুল ইসলাম, সম্পাদক সাহাদত হোসেন, ৪নং ওয়ার্ডের সভাপতি সাইদুল কবির, আরফিন, ৫নং ওয়ার্ডের সভাপতি জাহিদ হাসান, সম্পাদক মাসুম, ৬নং ওয়ার্ডের সভাপতি আ: ছাত্তার, সম্পাদক শাকিল আহাম্মেদ, ৭নং ওয়ার্ডের সভাপতি ইমন, সম্পাদক রিদয় হোসেন সানিদ, ৮নং ওয়ার্ডের সভাপতি  শাহপরান, সম্পাদক খায়রুল ইসলাম শুভ ও ৯নং ওয়ার্ডের সভাপতি মুখলেছুর রহমান ও সম্পাদক সাইদুল ইসলাম এমপির কাছ থেকে কমিটি গ্রহণ করেন।

এর আগে সকল ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সকল ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি এক সাথে ঘোষণা করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর