কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরীদের মানববন্ধন

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৩৩ | কটিয়াদী 


কটিয়াদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরীরা তাদের চাকরি জাতীয়করণসহ ৪দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচী পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

চাকরী জাতীয়করণ ও  রাজস্ব খাত থেকে বেতন ভাতা প্রদান, ২৪ঘন্টার পরিবর্তে ৮ঘন্টা কাজ, নৈমিত্তিক ছুটি, পদোন্নতির ব্যবস্থা ও বাৎসরিক ৫% ইনক্রিমেন্টসহ শিক্ষা ভাতার দাবিতে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান কেয়ার কাছে হস্তান্তর করা হয়।

মানববন্ধনে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন।

তাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে উপজেলা চেয়ারম্যান  আব্দুল ওয়াহাব আইন উদ্দিনও এ মানববন্ধনে অংশ নেন এবং বক্তব্য রাখেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর