কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


প্রয়াত এমপি গোলাপ মিয়ার স্মরণ সভায় এক মঞ্চে আওয়ামী লীগের সব পক্ষের নেতা

 পাকুন্দিয়া প্রতিনিধি | ২৯ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, ১২:২০ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়া-হোসেনপুর আসনের প্রয়াত সংসদ সদস্য, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক একেএম শামছুল হক গোলাপ মিয়ার স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের প্রয়াত সংসদ সদস্য গোলাপ মিয়ার বাড়ি প্রাঙ্গণে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে আওয়ামী লীগের দুই মনোনয়ন প্রত্যাশী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল এবং পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু সহ আওয়ামী লীগের সব পক্ষের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ একেএম শামছুল হক গোলাপ মিয়ার কবর জিয়ারত এবং দোয়া মাহফিলে অংশ নেন।

প্রয়াত সংসদ সদস্য শামছুল হক গোলাপ মিয়ার সন্তান একেএম দিদারুল ইসলাম এর আয়োজনে আয়োজিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য জিয়া উদ্দিন। স্মরণ সভা সঞ্চালনা করেন এটিএম খলিলুল্লাহ শাকিল।

এতে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল, পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ আলী, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান চুন্নু প্রমুখ।

১৯৯৯ সালের ২৫শে সেপ্টেম্বর রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কীর্তিমান রাজনীতিক একেএম শামছুল হক গোলাপ মিয়া মারা যান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর