কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নাজমুল হাসান পাপনের জন্য নৌকায় ভোট চাইলেন মেহেদী হাসান মিরাজ

 সোহেল সাশ্রু, ভৈরব | ৩০ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ১০:২৫ | এই মুহূর্তের খবর 


কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের জন্য নৌকা প্রতীকে ভোট চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। রোববার (৩০ সেপ্টেম্বর) ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে নাজমুল হাসান পাপনের নির্বাচনী জনসভায় অতিথি হিসেবে বক্তৃতা দেয়ার সময় মেহেদী হাসান মিরাজ নৌকা মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের পাশে থাকার আহবান জানান।

কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মিয়াবাড়ী মাঠে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

জনসভায় সভাপতিত্ব করেন কালিকা প্রসাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমেদ।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মির্জা মো. সোলায়মান, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি হাজী সিরাজ উদ্দিন, সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, জাকির হোসেন কাজল, হাজী মো. রুহুল আমিন, মো. অহিদ মিয়া, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান পাপন এমপি বলেন, দেশকে বাচাঁতে হলে নৌকায় ভোট দিতে হবে। আবারো আওয়ামী লীগ সরকারকে মতায় আনতে হবে। স্বাধীনতা বিরোধীরা মতায় এলে দেশকে তারা নরকে পরিণত করবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। ষড়যন্ত্রকারীরা আজও থেমে নেই। তারা স্বাধীনতাকে স্বীকার করে না, এদেশের পতাকাকে স্বীকার করে না। তারা আবার মতায় এলে দেশকে পাকিস্তানী রাজ্যে পরিণত করবে।

তিনি আরো বলেন, আপনারা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। আবারো সরকার মতায় এলে দেশের ডিজিটাল উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর একান্ত সচিব অধ্যাপক লুৎফর রহমান ফুলু, সাখাওয়াত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বকর, উপজেলা জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান কবির, প্রচার সম্পাদক মনিরুজ্জামান ময়না, সহ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন মুছা, ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমনসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সভায় কালিকাপ্রসাদ ইউনিয়নের বিএনপির বেশ কিছু নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এদের মধ্যে অন্যতম মো. আল বাহার, আব্দুর রাজ্জাক, মো. আলকাছ, মো. মোকলেছ, মো. লতিফ মিয়া, মো. জাকির হোসেন, মো. সিদ্দিক মিয়া, মো. বরজু মিয়া, মো. কবির, মো. সুমন মিয়া, মো. সোহাগ মিয়া, মো. ইব্রাহিম মিয়া, মো. আমির হোসেন, মো. মুমিন মিয়া, মো. আনার মিয়া, মো. আলম মিয়া, মো. সৌরভ মিয়া, মো. জিহাদ মিয়া, মো. মহিন মিয়া, মো. খলিল মিয়া, মো. রহুল আমিন, শফিকুল ইসলাম, মো. আব্দুল্লাহ, মো. রমজান মিয়া, মো. মনির মিয়া, মো. রাজু মিয়া, মো. জাহাঙ্গীর মিয়া, মো. মেরাজ মিয়া, মো. পাপন মিয়া প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর