কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে অস্ত্র মামলায় ফজলু ডাকাতের ১০ বছর কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ৩ অক্টোবর ২০১৮, বুধবার, ৯:১২ | অপরাধ 


কিশোরগঞ্জে অস্ত্র মামলায় ফজলে মিয়া ওরফে ফজলু ডাকাত (৫০) নামের এক ডাকাতকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জের ১ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এ.জি.এম. আল মাসুদ এই রায় দেন।

আসামি ফজলু ডাকাতের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে বিচারক এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি ফজলু ডাকাতের বাড়ি জেলার কটিয়াদী উপজেলার গৌরীপুরে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৫ সালের ৫ নভেম্বর সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে, সদর উপজেলার কালিয়াকান্দা বাজারের টমটম ষ্ট্যান্ডে অস্ত্র বিক্রির উদ্দেশ্যে একজন লোক অবস্থান করছে। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের এই অভিযানের সময় সকাল সাড়ে নয়টার দিকে ফজলু ডাকাত দৌড়ে পালানোর সময় তাকে স্কচটেপে মোড়ানো একটি দেশীয় তৈরী পাইপগান ও একটি তাজা কার্তুজসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এসআই আবুল কালাম আজান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়েরের পর স্বাক্ষী-জেরা শেষে আদালত সাজার এ আদেশ দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর