কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে উন্নয়ন মেলায় এমডিজি অর্জন ও এসডিজি নিয়ে আলোচনা

 স্টাফ রিপোর্টার | ৬ অক্টোবর ২০১৮, শনিবার, ৬:৫৯ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জাতীয় উন্নয়ন মেলার মঞ্চে এমডিজি অর্জনে সাফল্য ও এসডিজি বাস্তবায়ন বিষয়ে আলোচনা সভা হয়েছে। শনিবার (৬ অক্টোবর) উন্নয়ন মেলার সমাপনী দিনের দুপুরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জহিরুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য সুবীর কিশোর চৌধুরী।

এতে অন্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. আব্দুর রহিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শিবির বিচিত্র বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক ও জেলা প্রেস কাবের সভাপতি মোস্তফা কামাল বক্তব্য রাখেন।

আলোচনা শেষে ১০ জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে ঋণ, ২১ জন জটিল রোগীর মাঝে অনুদানের চেক, সমবায়ীদের মাঝে সঞ্চয়ের মুনাফা এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়া কয়েকজনের মাঝে সনদ বিতরণ করা হয়।

শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর