কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে উন্নয়ন মেলায় দর্শণার্থীর ভীড়

 খাইরুল মোমেন স্বপন, স্টাফ রিপোর্টার, নিকলী | ৬ অক্টোবর ২০১৮, শনিবার, ৭:২৪ | নিকলী  


নিকলীতে গত  ৪ঠা অক্টোবর থেকে শুরু হওয়া তিন দিনের জাতীয় উন্নয়ন মেলা শনিবার (৬ই অক্টোবর) সমাপ্ত হয়েছে। বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত মেলায় দর্শণার্থীদের ভীড় ব্যপক সাড়া ফেলে।

উন্নয়ন মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে সরকারি ২২ টিসহ ৪০টি প্রতিষ্ঠানের স্টলে সেবার ধরণ উপস্থাপন করা হয়। সকলের জন্য উন্মুক্ত প্রতিষ্ঠানগুলোর বর্ণিল উপস্থাপনায় সেবা ও ধরণ জানতে ভীড় করে হাজার হাজার উৎসুক জনতা।

উপজেলার শিক্ষার্থিদের নিয়ে চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পিদের পাশাপাশি স্থানীয়দের সুযোগ সৃষ্টি এক নতুন মাত্রা যোগ করে।

শনিবার (৬ই অক্টোবর) সমাপনী দিনে উন্নয়ন মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াহ ইয়া খাঁনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু বকর সিদ্দিক প্রমুখ।

মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠান ও বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর