kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

পাকুন্দিয়ায় স্বদেশ ইংলিশ লার্নিং এইডে বিদায় অনুষ্ঠান সাখাওয়াত হোসেন হৃদয় | ২৯ জানুয়ারি ২০১৮, সোমবার, ৮:৪৯ | শিক্ষা  


পাকুন্দিয়া উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে ইংরেজি শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিত স্বদেশ ইংলিশ লার্নিং এইডে এসএসসি-২০১৮ ব্যাচের বিদায় অনুষ্ঠান সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক শিক্ষক ফজলুল হক মাস্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহজাহান।

প্রতিষ্ঠানটির পরিচালক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় আসন্ন এসএসসি পরীক্ষায় ভাল ফলাফলের প্রত্যাশা করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, তাসলিমা মেমোরিয়াল কলেজ এর প্রভাষক এমএস আল মামুন, চরটেকী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হুমায়ুন কবীর, নারান্দী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাজহারুল ইসলাম শামীম, স্বদেশ লার্নিং এইড এর  শিক্ষক মাহবুব আলম প্রমুখ।

এছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্বদেশ ইংলিশ লার্নিং এইডের জেএসসি ও এসএসসিসহ বিভিন্ন ব্যাচের কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্বরূপ পুরস্কার তুলে দেয়া হয়।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ