কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


রাষ্ট্রপতি প্রার্থী বুধবার চূড়ান্ত হচ্ছে

 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ৩০ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার, ১২:১৫ | জাতীয় 


দেশের ২১তম রাষ্ট্রপতি পদের প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে বুধবার (৩১ জানুয়ারি)। এ উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা ডাকা হয়েছে।

বুধবার রাত ৮টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও দলটির সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সোমবার দুপুরে দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১৮ই ফেব্রুয়ারি দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। এ নির্বাচনে রাষ্ট্রপতি পদে মনোয়নপত্র দাখিল করতে হবে ৫ই ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। যাচাই-বাছাই ৭ই ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শেষ না হওয়া পর্যন্ত এবং প্রার্থিতা প্রত্যাহার ১০ই ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে জাতীয় সংসদ ভবনে, দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সংবিধান অনুযায়ী এতে ভোট দেবেন সংসদ সদস্যরা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর