কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ১০:০০ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) কালেক্টরেট সম্মেলন কক্ষে কর্মসূচী উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, বিএডিসির (বীজ বিপনন) উপ-পরিচালক হুমায়ুন কবীর, খামার বাড়ির প্রশিক্ষণ কর্মকর্তা সাদেক ইবনে সামছ, সহকারী উপ-পরিচালক ড. সাইফুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, এসভি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শহনাজ কবীর, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় জানানো হয়, এক জোড়া ইঁদুর বছরে তিন হাজার ইঁদুর জন্ম দিতে পারে। একবার সন্তান প্রসব করে দুই দিন পরই আবার গর্ভধারণ করতে সক্ষম।

ইঁদুর বছরে বাংলাদেশে ৫০ লাখ থেকে ৫৪ লাখ মানুষের খাদ্যশস্য বিনষ্ট করে। জামাকাপড়, রাস্তাঘাটসহ অন্যান্য সম্পদও বিনষ্ট করে। এছাড়া প্লেগ, জন্ডিস, আমাশয়, টাইফয়েডসহ ৬০ প্রকার রোগের জীবানুও বহন করে।

অনুষ্ঠানে ইঁদুর নিধনের জন্য বিষটোপ ও ফাঁদসহ নানা পদ্ধতি সম্পর্কেও ধারণা দেয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর