কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা

 স্টাফ রিপোর্টার | ২০ অক্টোবর ২০১৮, শনিবার, ৬:২৬ | ভৈরব 


ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও প্যাকেটজাত, পণ্যের মোড়কজাতকরণ বিধি লঙ্ঘন এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ঔষধ বিক্রির অপরাধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২০ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সহযোগিতায় ভৈরব উপজেলার ভৈরবপুর, কমলপুর ও দুর্জয় মোড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর উপস্থিতিতে কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় এই জরিমানা করা হয়।

এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও প্যাকেটজাত করার অপরাধে ক্যাপিটাল বেকারিকে ৩০ হাজার টাকা, বঙ্গ বেকার্সকে ৫০ হাজার টাকা ও জনতা হোটেল এন্ড সুইটসকে ২০ হাজার টাকা, পণ্যের মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনের অপরাধে ফুলকলি সুইটসকে ২০ হাজার টাকা এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ঔষধ বিক্রির অপরাধে হোসেন মেডিক্যাল হলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর