kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

বইমেলায় আসছে তন্ময় আলমগীরের 'মুনিয়ানামা ও কয়েকটি ক্যাকটাস'


 স্টাফ রিপোর্টার | ৩০ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:০৮ | সাহিত্য 


অমর একুশে বইমেলায় আসছে তন্ময় আলমগীরের প্রথম গল্পগ্রন্থ 'মুনিয়ানামা ও কয়েকটি ক্যাকটাস '।

বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ফুয়াদ শেখ। বইটিতে থাকছে মুনিয়া সিরিজসহ ১৪টি গল্প।

মেলার প্রথম দিন থেকেই দাঁড়িকমা প্রকাশনীর ৬৬৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

তন্ময় আলমগীর ছোটগল্প লিখলেও মূলত একজন কবি। গত বইমেলায় প্রকাশিত হয়েছে তার কাব্যগ্রন্থ 'পোড়া ইটের দেহ'।

তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্পন্ন করে স্নাতকোত্তরে অধ্যয়নরত। কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে খণ্ডকালীন বাংলা প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। নিয়মিত গল্প কবিতা লিখছেন সমকাল, ইত্তেফাক, প্রতিদিনের সংবাদ, আজকালের খবরে। বর্তমানে 'আমাদের নতুন সময়' এর সাহিত্য সম্পাদক পদে কর্মরত আছেন।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ