কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় কৃষি অফিসারকে ফুলে-ফলে বিদায়ী সংবর্ধনা

 রাজন সরকার, স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া | ২৬ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৭:০৮ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. গৌর গোবিন্দ দাসকে ফুলে-ফলে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে যৌথ ভাবে আঙ্গিয়াদী টানপাড়া, আদিত্যপাশা বাগানবাড়ি, খামা বিলপাড় ও দক্ষিণ খামা সিআইজিভুক্ত সদস্যগণ এই বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।

এ সময় এগারসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এবিএম জমশেদ আলী, কৃষক হাদিউল ইসলাম, নূরুল ইসলাম, আতিকুর রহমান, রফিকুল ইসলাম, সালমা আক্তার, রাবেয়া আক্তার, আলেয়া আক্তার, আলাউদ্দিন, মঞ্জু মিয়া, আবদুর রাজ্জাক, বিল্লাল হোসেন, বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত কৃষক নিজাম উদ্দিন প্রমুখসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসারের পদোন্নতির কারণে বদলী হওয়ায় উপজেলার বিভিন্ন কৃষক-কৃষাণী নিজ গাছের ফল ও ফুল দিয়ে তাকে বিদায়ী সংবর্ধনা দেন।

কৃষিবিদ ড. গৌর গোবিন্দ দাস ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে এলাকার কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিতে তিনি ব্যাপক কাজ করেছেন।

তার প্রচেষ্টায় উপজেলার কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদনে সফলতা পেয়েছেন।

কৃষিবিদ ড. গৌর গোবিন্দ দাস দুই বছর এক মাস পাকুন্দিয়া উপজেলায় কর্মরত থাকাবস্থায় প্রেষণে খামারবাড়ী, ঢাকায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্টে (এনএটিপি-২) উপ-পরিচালক (ওএমই) হিসেবে পদোন্নতি পেয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর