কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা সভা

 স্টাফ রিপোর্টার | ২৯ অক্টোবর ২০১৮, সোমবার, ৩:৫৯ | তথ্য প্রযুক্তি 


ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা বিষয়ে কিশোরগঞ্জে ছাত্রীদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) কিশোরগঞ্জ শহরের জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক এর কার্যালয় জেলা প্রশাসনের সহযোগিতায় এই সচেতনতা সভার আয়োজন করেন।

আয়োজিত এই সচেতনতা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম।

সচেতনতা সভায় অন্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া আক্তার খাতুন, জেলা পরিষদ সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, নারীনেত্রী অ্যাডভোকেট মায়া ভৌমিক, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল, অবসরপ্রাপ্ত শিক্ষিকা খালেদা ইসলাম, অ্যাডভোকেট হামিদা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ তাদের বক্তব্যে ইন্টারনেটের বিপজ্জনক ব্যবহার সম্পর্কে ছাত্রীদের সচেতন থাকার পরামর্শ দেন।

তারা বলেন, ইন্টারনেট আমাদের জন্য নানা সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, ভার্চুয়াল জগত আর বাস্তব এক নয়। এ কারণেই তথ্য-প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।

সভা শেষে ডিজিটাল নিরাপত্তা ও সচেতনতা বিষয়ে প্রেজেন্টেশন দেখানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর