কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


দোকানে দোকানে পাসপোর্ট দালাল, এক দালালের কারাদণ্ড (ভিডিও)

 স্টাফ রিপোর্টার | ৩১ অক্টোবর ২০১৮, বুধবার, ২:৪৯ | ভিডিও খবর  


কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম দীপু (১৮) নামের এক দালালকে আটকের পর এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত পাসপোর্ট দালাল রফিকুল ইসলাম দীপু কিশোরগঞ্জ শহরের গাইটাল পাক্কার মাথা এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পাসপোর্টপ্রত্যাশীদের পাসপোর্ট করে দেয়ার নাম করে রফিকুল ইসলাম দীপু পাসপোর্টের নির্ধারিত ফি এর চেয়ে অনেক বেশি টাকা আদায় করছিল। পাসপোর্টের নির্ধারিত ফি ৩ হাজার ৪৫০ টাকার স্থলে সে ৫ হাজার ৭শ’ টাকা আদায় করে। এভাবে গত ছয় মাসে সে ৫০ জনের পাসপোর্ট করে দেয়ার কাজ করছে বলে ভ্রাম্যমাণ আদালতকে দেয়া স্বীকারোক্তিতে জানিয়েছে।

ভ্রাম্যমাণ আদালতকে দেয়া স্বীকারোক্তিতে দালাল রফিকুল ইসলাম দীপু আরো জানায়, পাসপোর্ট অফিসের তিন আনসার সারোয়ার, আকবর ও তুহিন প্রতিটি পাসপোর্টের জন্য ১ হাজার ২শ’ টাকা করে নিয়ে এই কাজে সহায়তা করে আসছে। এছাড়া পাসপোর্ট অফিস সংলগ্ন সবক’টি দোকান পাসপোর্টের দালালির সাথে যুক্ত বলেও সে জানায়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর