কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে বিজয় ফুল উৎসব

 আমিনুল ইসলাম বাবুল | ৩১ অক্টোবর ২০১৮, বুধবার, ৮:০৭ | তাড়াইল  


মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা, উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাতে তড়াইলে বিজয় ফুল তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয় এবং দলগত দেশাত্ববোধক ও জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মারিয়া আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা দীনার জাদি, প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, ধলা বহুমূখী আলিম মাদরাসাসহ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর