কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ২ নভেম্বর ২০১৮, শুক্রবার, ১:১৯ | ইটনা  


শতভাগ বিদ্যুতায়িত উপজেলার তালিকায় যুক্ত হলো কিশোরগঞ্জের ইটনা উপজেলা।  বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্য ১০১টি উপজেলার সঙ্গে ইটনা উপজেলার শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে একই সময়ে ইটনাতেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা অনুষ্ঠানটি সরাসরি প্রচার করে বিটিভি। ইটনা উপজেলা পরিষদ মিলনায়তনে বিটিভির সরাসরি অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর শতভাগ বিদ্যুতায়নের ফলক উন্মোচন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান খান, ইটনা থানার ওসি মো. মুর্শেদ জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সূত্র জানায়, শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় ইটনা উপজেলায় ১১৭টি গ্রামে ৪০১.৯৪ কি.মি. বিদ্যুৎ লাইনে ২৩১৭৪টি বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর