কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ২ নভেম্বর ২০১৮, শুক্রবার, ১:৫৪ | হোসেনপুর 


কিশোরগঞ্জ জেলার ৬টি উপজেলার সঙ্গে শতভাগ বিদ্যুতায়নের আওতায় যুক্ত হলো হোসেনপুর উপজেলা।  বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্য ১০১টি উপজেলার সঙ্গে হোসেনপুর উপজেলার শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে একই সময়ে হোসেনপুর উপজেলাতেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পর হোসেনপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের ফলক উন্মোচন করা হয়।

পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমল কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ভিপি এমএ হালিম, হোসেনপুর পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মিজানুর রহমান মিরজুল, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আল আমীন অপু প্রমুখ অংশ নেন।

কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সূত্র জানায়, শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় হোসেনপুর উপজেলায় ১১০টি গ্রামে ১২১.২৯ কি.মি. বিদ্যুৎ লাইনে ৩৫১৪৩টি বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর