কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে জেলা পর্যায়ের বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ২ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৪:৪০ | বিশেষ সংবাদ 


মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা, উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাতে কিশোরগঞ্জে জেলা পর্যায়ের বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পর্যায়ের এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক এনায়েত করিম অমি, জেলা প্রেসকাব সভাপতি মোস্তফা কামাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হাশেম রনি প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা কালেক্টরেটের লাইব্রেরিয়ান মো. সারওয়ার হোসেন খান।

বিজয় ফুল উৎসবে বিজয় ফুল তৈরি, মুক্তিযুদ্ধভিত্তিক গল্প-কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয়, চলচ্চিত্র তৈরি এবং দলগত দেশাত্ববোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার বিজয় ফুলে বিজয়ী শিক্ষার্থীরা অংশ নেয়।

পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর