কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় একদিনে এক হাজার পরিবার পেলো নতুন বিদ্যুৎ সংযোগ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২ নভেম্বর ২০১৮, শুক্রবার, ১১:২৭ | পাকুন্দিয়া  


‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগানকে ধারণ করে আগামি ডিসেম্বরের মধ্যে পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত করার লক্ষ্যে পাকুন্দিয়ায় একদিনে প্রায় এক হাজার পরিবার নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছে।

শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল চরকাওনা মইষাকান্দা এলাকার ৮৪টি বিদ্যুৎ সংযোগসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৯৩৩টি বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে।

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র সম্পর্কিত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ এর সুইচ টিপে এসব নতুন সংযোগ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষ্যে মইষাকান্দা এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শামছুল হক এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক ভিপি আবদুল হাকিম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এমপি ছাড়াও পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম ফজলুল হক বাচ্চু, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, উপজেলা যুব মহিলালীগের সভাপতি সাহেরা আক্তার সাথী, সাধারণ সম্পাদক ললিতা আক্তার বীথি, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এখলাছ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর