কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে চোরাই সোনা কেনাবেচা করতে গিয়ে জুয়েলারী মালিক ও পাঁচ নারীসহ গ্রেপ্তার ৭

 স্টাফ রিপোর্টার | ৪ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:২৩ | অপরাধ 


কিশোরগঞ্জে চোরাই সোনা কেনাবেচা করতে গিয়ে জুয়েলারী মালিক ও পাঁচ নারীসহ সোনা চোর চক্রের সাত সদস্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। শনিবার (৩ নভেম্বর) রাতে শহরের বড়বাজার এলাকার বসাক জুয়েলার্স থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় ৫ ভরি সোনা ও রূপার অলঙ্কার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শহরের বত্রিশ নূরানী সড়কের মৃত মধুসূদন চন্দ্র বসাকের ছেলে বসাক জুয়েলার্সের মালিক পলাশ চন্দ্র বসাক (২৯), একই এলাকার লাল মিয়ার ছেলে এমরান ওরফে জজ মিয়া(২৬), পশ্চিম তারাপাশা এলাকার জজ মিয়ার স্ত্রী মোছা. রুবিনা আক্তার (২৫), একই এলাকার মো. রনি মিয়ার স্ত্রী মোছা. ফাতেমী ওরফে ফাতেমা (২৬), পূর্ব তারাপাশা এলাকার মো. রুবেলের স্ত্রী মোছা. সঞ্জিতা খাতুন ওরফে সঞ্জি (২৪), একই এলাকার রুবেলের স্ত্রী মোছা. শেফালী (২৩) এবং হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের রামপুর গ্রামের মো. রফিকুল ইসলামের স্ত্রী মোছা. জোস্না আক্তার (৩২)।

পুলিশ জানায়, শনিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের বড়বাজার এলাকার বসাক জুয়েলার্সে চোরাই সোনা কেনাবেচা করার খবরে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত এর নেতৃত্বে পরিদর্শক (অপারেশন) আহসান হাবীব, ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, এসআই মো. শরীফুল ইসলাম, এএসআই দীপক কুমার সরকার, এএসআই আনিছুর রহমান, এএসআই মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ জুয়েলারী দোকানটিতে অভিযান পরিচালনা করেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সোনা চোর চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই দুই ভরি তিন আনা সোনা এবং আড়াই ভরি রূপার তৈরি অলঙ্কার উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসা-বাড়িতে তারা নানা কৌশলে হানা দিয়ে স্বর্ণালঙ্কার চুরি করে আসছে। এসব চোরাই সোনা তারা শহরের বড়বাজার এলাকার বসাক জুয়েলার্সে বিক্রি করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান, এ ঘটনায় এসআই মো. শরীফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। রোববার (৪ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর