কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শপথ নিয়েছেন তাড়াইল উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুল হক ভূঞা মোতাহার

 আমিনুল ইসলাম বাবুল | ৬ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৭:৩০ | তাড়াইল  


তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন গত ৩রা অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে বিজয়ী মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূঞা মোতাহার। মঙ্গলবার (৬ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কমিশনারের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।

স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা বিভাগের পরিচালক এম ইদ্রিস আলীর পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দামিহা ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক, দিগদাইড় ইউপি চেয়ারম্যান মো. গোলাপ হোসেন ভূইয়া, জাওয়ার ইউপি জিয়াউর রহমান, তালজাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. সেলিম খাঁন, রাউতি ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন তারেক প্রমুখ ছাড়াও তাড়াইল উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত ৩রা অক্টোবর তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূঞা মোতাহার ৪৮ হাজার ৬৫ ভোট পেয়ে বিজয়ী হন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. ছাইদুজ্জামান মোস্তফা পান ১৩ হাজার ৩৩৯ ভোট। এছাড়া উপনির্বাচনের অপর নির্দলীয় প্রার্থী আলহাজ্ব একেএস জামান সম্রাট পান ৮ হাজার ২১৮ ভোট।

উল্লেখ্য, তাড়াইল উপজেলা পরিষদের গত নির্বাচনে উপজেলা জাতীয় পার্টির যুগ্মআহবায়ক মো. কামাল উদ্দিন ভূঞা কাঞ্চন চেয়ারম্যান নির্বাচিত হন। গত ১৮ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ফলে তাঁর শূণ্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর