কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ থেকে ১০ রোভারের ঢাকাভিমুখী সাইকেল র‌্যালি

 স্টাফ রিপোর্টার | ৭ নভেম্বর ২০১৮, বুধবার, ৪:৫৬ | বিশেষ সংবাদ 


স্কাউটিংয়ের শতবর্ষ উপলক্ষে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কিশোরগঞ্জ থেকে ১০ জন রোভার রাজধানী অভিমুখে বাইসাইকেলে পরিভ্রমন শুরু করেছেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বুধবার (৭ নভেম্বর) এই সাইকেল র‌্যালি শুরু হয়।

সাইকেল র‌্যালির উদ্বোধন করেন জেলা স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক মো. সাওয়ার মুর্শেদ চৌধুরী।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর, স্কাউট কমিশনার অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, জেলা রোভার সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সালমা হক, হোসেনপুর সরকারি কলেজের রোভার লিডার কমরুল আহসান ও জেলা স্কাউট সম্পাদক আব্দুল আউয়াল মুন্না উপস্থিত ছিলেন।

১০ জন রোভারের মধ্যে জেলা শহরের ওয়ালিনেওয়াজ খান কলেজের সৌরভ, রিয়াদ, ওয়ালিউল্লাহ ও রেদোয়ান, হোসেনপুর সরকারী কলেজের নজরুল, সাখাওয়াত, সাদেক ও অপূর্ব সরকার, করিমগঞ্জ কলেজের পিয়াল এবং কিশোরগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের তারিফ এই বাইসাইকেল পরিভ্রমনে অংশ নিয়েছেন।

রোভার দলটি ভৈরব ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে দু’দিন অবস্থান করে শুক্রবার (৯ নভেম্বর) রাজধানীর ঢাকা কলেজ মাঠে গিয়ে সারাদেশ থেকে বাইসাইকেলে পরিভ্রমন করে আসা রোভারদের সঙ্গে মিলিত হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর