কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে মাদরাসা ছাত্র মুন্না হত্যায় ইউপি সদস্য গ্রেপ্তার

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ১০ নভেম্বর ২০১৮, শনিবার, ১:০৯ | হোসেনপুর 


নিহত মাদরাসা ছাত্র ওবায়দুল্লাহ মুন্না।

হোসেনপুরে মাদরাসা ছাত্র ওবায়দুল্লাহ মুন্না (১৫) হত্যা মামলায় আবুবকর সিদ্দিক বাচ্চু (৫৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার সাহেদল নয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া আবুবকর সিদ্দিক বাচ্চু সাহেদল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য। শুক্রবার (৯ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে নিহতের বড় ভাই আবদুল আহাদ বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, সাহেদল মধ্যপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে ওবায়দুল্লাহ মুন্না স্থানীয় ডিএস মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিল। গত ১৫ অক্টোবর দুপুরের খাবার খেয়ে বিকাল ৪টায় বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে দু’দিন পর থানায় সাধারণ ডায়েরি করে পরিবার প্রতিনিয়ত খোঁজাখুঁজি করে আসছিল।

নিখোঁজের ২২ দিন পর গত মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে সাহেদল ইউনিয়নের দড়িয়াবাজ গ্রামের জামাল হাজীর বাড়ির জঙ্গলের কাছে নালায় এলাকাবাসী দুর্গন্ধযুক্ত অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সে খবরে নিহতের পিতা-মাতা ছুটে গিয়ে তিন খণ্ডিত লাশের সন্ধান মিললে মা মেহেরা খাতুন ছেলের গায়ের হলুদ গেঞ্জি, প্যান্ট ও কোমরের বেল্ট দেখে তাঁদের সন্তান বলে চিহ্ণিত করেন।

পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, নিহতের পরিবার ইউপি সদস্য বাচ্চুকে মুন্না হত্যায় জড়িত থাকার সন্দেহ করায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে চালান দেওয়া হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর