কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে শহীদ টিটো দিবস পালিত

 স্টাফ রিপোর্টার | ১০ নভেম্বর ২০১৮, শনিবার, ৯:০২ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে নানা আয়োজনে শহীদ টিটো দিবস পালন করা হয়েছে। শনিবার (১০ নভেম্বর) সকালে জেলা সিপিবি কার্যালয়ের সামনে টিটোর প্রতিকৃতিতে জেলা সিপিবি, গণতন্ত্রী পার্টি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় জেলা ছাত্র ইউনিয়ন কর্তৃক প্রকাশিত ‘ইশকুল’ পত্রিকা’র মোড়ক উন্মোচন করা হয়।

বিকালে মরহুমের নিজবাড়ি জেলার বাজিতপুরের দিলালপুর হাইস্কুল মাঠে শহীদ টিটো স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অধ্যাপক পরিতোষ বণিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা ও জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য আঃ রহমান রুমী।

এছাড়াও বক্তৃতা করেন কিশোরগঞ্জ-৫ আসনের সিপিবি প্রার্থী অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক ইন্দ্রজিৎ দাশ, উদীচী বাজিতপুর শাখার সহ-সভাপতি নাসিমা রহমান প্রমুখ।

সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা সিপিবি ও চন্দ্রাবতী আবৃত্তি পরিষদের উদ্যোগে শহর সমবায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ১৯৮৭ সনের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকায় নূর হোসেনের সাথে শহীদ হয়েছিলেন কিশোরগঞ্জের তৎকালীন ছাত্র ইউনিয়ন নেতা সৈয়দ আমিনুল হুদা টিটো। নূর হোসেনের মরদেহ পাওয়া গেলেও টিটোর মরদেহটি গুম করে ফেলা হয়েছিল।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর